শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকদের দাবি ন্যায্য ও বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ পিএম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
expand
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক–কর্মচারীদের বিষয়ে সরকারকে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাতা মূল বেতনের ৭.৫ শতাংশ বাড়ানো হবে। এছাড়া, আগামী বছরের জুলাই মাস থেকে আরও ৭.৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা সম্প্রতি বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। এই প্রেক্ষাপটে গত কয়েকদিনে শিক্ষকদের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস একাধিক বৈঠক করেন।

বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। আলোচনা শেষে শিক্ষকদের যৌক্তিক দাবি বিবেচনায় এনে ধাপে ধাপে ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা স্বীকার করি—শিক্ষকদের দাবি ন্যায্য ও বাস্তবসম্মত। তবে আমাদের অর্থনীতি বর্তমানে এমন এক পর্যায়ে আছে যেখানে একসঙ্গে বড় অঙ্কের বাড়তি ভাতা দেওয়ার মতো সামর্থ্য এখনো তৈরি হয়নি। তাই ধাপে ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, গত ১৫ বছরের দুর্নীতি ও অব্যবস্থাপনা দেশের অর্থনীতিকে গভীর সংকটে ফেলেছিল। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর কিছুটা অগ্রগতি হলেও এখনও পুনরুদ্ধারের পথ দীর্ঘ। তাই সিদ্ধান্ত নিতে হয়েছে বাস্তবতার নিরিখে।

বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তাদের সক্রিয় ভূমিকার জন্য। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আন্দোলন স্থগিত করে শিক্ষকরা নতুন উদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে অগ্রণী ভূমিকা রাখবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X