

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


৪৪তম বিসিএসের রিপিট ক্যাডার বিধি সংশোধনের ফাইল দীর্ঘদিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের টেবিলে আটকে আছে—এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (২১ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি উল্লেখ করেন। সারজিস আলম জানান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলনের একটি স্ট্যাটাস তিনি শেয়ার করেছেন, যেখানে এই বিলম্বের বিষয়টি তুলে ধরা হয়েছে।
পোস্টে সারজিস লেখেন—৪৪তম বিসিএস রিপিট ক্যাডার বিধি সংশোধনের ফাইলটি বহুদিন ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চূড়ান্ত স্বাক্ষরের অপেক্ষায় আছে। কিন্তু অজানা কারণে কোনো অগ্রগতি হচ্ছে না। তিনি (প্রধান উপদেষ্টা) ইতোমধ্যে দুইবার বিদেশ সফর শেষে ফিরেছেন, তবুও ফাইল নড়ছে না। এটা অত্যন্ত হতাশাজনক।
তিনি আরও লেখেন, হ্যাঁ বা না—একটা সিদ্ধান্ত দিলেই তো হয়। অথচ এই ফাইলেই অনেক তরুণ-তরুণীর ভবিষ্যৎ ঝুলে আছে। যৌক্তিক বিষয়ে এত বিলম্ব কেন, তা বোঝা মুশকিল।
এনসিপি নেতা সারজিস আলম প্রধান উপদেষ্টাকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ফাইলটা ছেড়ে দিন, বিষয়টি পরিষ্কার করে দিন—তা না হলে প্রার্থীদের অনিশ্চয়তা আরও বাড়বে।
৪৪তম বিসিএসের রিপিট ক্যাডার বিধি সংশোধনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণ প্রজন্ম ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন

