

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ শেষ হচ্ছে শনিবার। কর্মস্থলে যোগ দেওয়ার জন্য মানুষ ধীরে ধীরে রাজধানীতে ফিরতে শুরু করেছে।
ফলে ঢাকার রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে যাত্রী চাপ বৃদ্ধি পেয়েছে। যদিও প্রধান সড়কগুলোতে যানজট তুলনামূলক কম।
শনিবার (৪ অক্টোবর) সকালে কমলাপুর রেলস্টেশন, সায়দাবাদ বাস টার্মিনাল, যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভার, গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন, কাকরাইলসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে—রাজধানী আবারও ধীরে ধীরে সরব হয়ে উঠছে।
রংপুর থেকে ট্রেনে ঢাকায় ফিরেছেন বেসরকারি ব্যাংক কর্মকর্তা কিশোর অধিকারী। তিনি জানান, “বছরে একবার ঈদ আর পূজায় বাড়ি যাওয়া হয়। পূজার সময় সবাই বাড়িতে আসে।
গত মঙ্গলবার অফিস শেষে গিয়েছিলাম, আগামীকাল অফিস আছে বলে আজই চলে এলাম। যাতায়াতে কষ্ট হয়নি, পূজা আনন্দের মধ্যেই কেটেছে।”
চাঁদপুর থেকে সায়দাবাদে পৌঁছেছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বোরহান উদ্দিন। তিনি বলেন, “ঈদের মতোই এবারও ঢাকা ফিরতি যাত্রীদের ভিড়। দুর্ভোগ এড়াতে সকাল সকাল রওনা দিয়েছি। কাল অফিস আছে, তাই আজই এসেছি।”
রাজধানীর মূল সড়কগুলোতে যানজট নেই বললেই চলে। মালিবাগ, শান্তিনগর, কাকরাইল, পল্টনে ছুটির দিনের মতো গাড়ির চাপ কম। তবে অটোরিকশার সংখ্যা ছিল বেশি।
অন্যদিকে সায়দাবাদ, দয়াগঞ্জ ও ধোলাইপাড় এলাকায় তীব্র যানজটের খবর পাওয়া গেছে।
সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ১ ও ২ অক্টোবর দুর্গাপূজার ছুটি এবং ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ চলছে। আগামীকাল রোববার (৫ অক্টোবর) থেকে সরকারি কার্যক্রম আবার শুরু হবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    