শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রমনা পার্কের লেক থেকে মরদেহ উদ্ধার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৯:১০ পিএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
expand
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

রাজধানীর রমনা পার্কের লেক থেকে ওয়াসিমুল হক (৫৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, দুপুরের দিকে খবর পেয়ে রমনা পার্কের লেকের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এরপর আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, স্থানীয়দের তথ্য অনুযায়ী, মৃত ব্যক্তি লেকের পাড়ে হাঁটাহাঁটি করার সময় হঠাৎ লেকে পড়ে যান। লেকের পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন