

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন। তবে এই নিয়োগ এখনো চূড়ান্ত নয়; এটি সিনেটের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।
মঙ্গলবার হোয়াইট হাউস থেকে সিনেটে এই মনোনয়নের নথি পাঠানো হয়। অনুমোদন পেলে আনুষ্ঠানিকভাবে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেবেন।
ব্রেন্ট ক্রিস্টেনসেন পেশাদার কূটনীতিক। বর্তমানে তিনি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আন্ডার সেক্রেটারি হিসেবে কাজ করছেন। ২০১৯ থেকে তিন বছর তিনি ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিভাগের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এর পাশাপাশি, ২০২২ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের কৌশলগত কমান্ডের কমান্ডারের বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি বৈশ্বিক কৌশলগত প্রতিরোধ নীতির বিষয়ে পরামর্শ দিতেন।
উল্লেখ্য, গত বছর অবসরে যান তৎকালীন রাষ্ট্রদূত পিটার হাস। এরপর থেকে ট্রেসি অ্যান জ্যাকবসন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্বে আছেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    