

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, জামায়াতে ইসলামী সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির দাবিতে আন্দোলন করলেও কিংবা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক নিয়ে জটিলতা তৈরি হলেও তা জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে না।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হল মিলনায়তনে আয়োজিত এক কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা জানান। কর্মশালার বিষয় ছিল “নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণের উপায়।”
তিনি বলেন, যারা পূর্ববর্তী নির্বাচনে অনিয়মে জড়িত ছিলেন, তাদের আর দায়িত্ব দেওয়া হবে না। কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বদা প্রস্তুত রয়েছে। বিদ্যমান আইন অনুসারেই সব কার্যক্রম চলছে।
ইসি আনোয়ারুল ইসলাম আরও জানান, ভোট কারচুপি ও সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা রোধে মোবাইল টিম, মোবাইল কোর্ট, ইলেক্টোরাল ইনকোয়ারি টিম, পর্যবেক্ষক টিম এবং মোবাইল অ্যাপসের মাধ্যমে মনিটরিং ব্যবস্থা চালু থাকবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব একে এম নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিমসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    