শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘ক্ষমতার জন্য পুরো দেশ জ্বালাতেও অনুতপ্ত হতেন না’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২ এএম
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী
expand
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

গত বছর ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) স্টেশন এবং মেট্রোরেলে আগ্নিকাণ্ড দেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল। এ ঘটনায় শোবিজ তারকারাও দুই ভাগে বিভক্ত হয়েছিলেন।

বিটিভি ও মেট্রোতে অগ্নিকাণ্ডের পেছনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতালিপ্সা ছিল বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এক পোস্টে উপদেষ্টা লেখেন, ‘আমরা সবাই অনুমান করতাম বিটিভি আর মেট্রোর আগুন না শুধু, ষোলো বছরে বহু আগুনের পেছনেই ছিল খুনীর ক্ষমতালিপ্সা (ক্ষমতা ধরে রাখার জন্য প্রবল ইচ্ছা)। ক্ষমতার জন‍্য এক-দুইটা বিটিভি না পুরো বাংলাদেশ জ্বালিয়ে দিতে হইলেও বিন্দুমাত্র অনুতপ্ত হতেন না।’

এরপর ফারুকী যোগ করেন, ‘এখন তার ফোন কলগুলা নিশ্চিত করছে শুধু হাজার হাজার মানুষ খুন-গুম না আগুন লাগানোর পিছনেও ছিল সে। সৃষ্টিকর্তা যেন কোনো দেশের মানুষের ভাগ্যে এরকম অভিশপ্ত কাউকে না লেখেন।’

ওই পোস্টে তিনি উল্লেখ করেছেন তার নির্মিত ওয়েব সিরিজ ‘৮৪০’-এর কিছু দৃশ্যের সাথে বাস্তব ঘটনাগুলোর মিল রয়েছে। উপদেষ্টার ভাষ্য, ‘৮৪০-তে ডাবলুর বস্তি পোড়ানো এবং পোড়ানো শেষে বিতরণের জন‍্য ত্রাণ রেডি রাখার নির্দেশ দেয়ার সিনটা দেখলে বুঝতে পারবেন এবং এই সিন আমরা শুট করছিলাম ২০২৩-য়ের নভেম্বরে। জ্বি, ঠিক ধরেছেন, তিনি তখন ক্ষমতায়। ‘৮৪০’ দেখলে আরো অনেক মিলই খুঁজে পাইতে পারেন।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন