

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের সব থানায় অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) করার সুযোগ চালু হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ সুযোগ চালু হচ্ছে।
এর ফলে রেলওয়ে পুলিশের ৬ জেলায় ২৪টি থানাসহ সব থানায় জনসাধারণ ঘরে বসেই জিডি করতে পারবেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে অনলাইন জিডি চালু করা হয়েছে। এখন আর থানায় যেতে হবে না, মোবাইল অ্যাপ কিংবা ওয়েবসাইট থেকে অনলাইনে জিডি করা যাবে।
অনলাইন জিডি করতে গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপ ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই হবে। রেজিস্ট্রেশন বা জিডি করতে কোনো অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ নম্বরে ২৪ ঘণ্টা যোগাযোগ করা যাবে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে এ ব্যবস্থা চালু করা হয়েছে।
মন্তব্য করুন
