শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যেসব জেলায় ৫ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:২১ এএম
শৈত্যপ্রবাহ। ফাইল ছবি
expand
শৈত্যপ্রবাহ। ফাইল ছবি

দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আগামী কয়েক দিনে এটি আরো তীব্র রূপ নিতে পারে।

এর প্রভাবে বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

গতকাল বুধবার কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এ পূর্বাভাস দেন।

মোস্তফা কামাল পলাশ ফেসবুক পোস্টে জানান, বৃহস্পতিবার সকাল থেকে শৈত্যপ্রবাহের তীব্রতা আরো বাড়তে পারে। সকাল ৬টার সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

তিনি উল্লেখ করেন, আগামী শনিবার ও রোববার তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। এ সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

তিনি জানান, বুধবার সকাল ৬টায় রাজশাহী জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে ৭ ডিগ্রি, যশোরে ৭ দশমিক ৪ ডিগ্রি, পঞ্চগড়ে ৮ দশমিক ২ ডিগ্রি এবং ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস।

এই আবহাওয়াবিদ জানান, বুধবার সকাল ৬টার মধ্যে দেশের আট বিভাগের মধ্যে অন্তত ৫টির ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X