

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া বাকি সব ধরনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
কলকাতার নির্ভরযোগ্য সূত্র জানায়, ওই দিন থেকে উপ-হাইকমিশনে কনস্যুলার সেবা ও সাধারণ ভিসা প্রদান কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে ভারতীয় নাগরিকদের জন্য পর্যটকসহ অন্যান্য শ্রেণির ভিসা আপাতত দেওয়া হচ্ছে না। তবে ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা কার্যক্রম চালু আছে।
সূত্রটি আরও জানায়, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
কলকাতা উপ-হাইকমিশনের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া সব ধরনের ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
এর আগে গত ২২ ডিসেম্বর নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
মন্তব্য করুন

