

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে পদ থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।
এ বিষয়ে রোববার (২১ সেপ্টেম্বর) মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ (সিপিটি) অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু শাহীন মো. আসাদুজ্জামানকে নতুন জনপ্রশাসন সচিব হিসেবে নিয়োগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৮ আগস্ট মোখলেস উর রহমানকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক সিনিয়র সচিব করা হয়েছিল। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা। সরকারি চাকরি থেকে অতিরিক্ত সচিব পদে অবসরে যাওয়ার পর সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী তাকে পুনরায় নিয়োগ দেওয়া হয়।
কর্মজীবনে তিনি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, দুর্নীতি দমন কমিশনের সচিব এবং সরকারি কর্মকমিশনের সচিবসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
মোখলেস উর রহমানের আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন মেজবাহ উদ্দিন চৌধুরী। গত বছরের ২৮ আগস্ট সকালে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    