বুধবার
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছে ‘ফিরোজা’য়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪ এএম আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ এএম
গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে
expand
গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার আগে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স হাসপাতাল থেকে গুলশানের দিকে রওনা হয়। মরদেহবাহী গাড়ির চারপাশে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

এদিকে, বুধবারের সকালটা শুরু হয়েছে নিস্তব্ধতায়। নেতাকর্মীদের আহাজারি। হাহাকার, কান্না ও শূন্যতা। শূন্যতা যেন অনেকটা আকাশ ছুঁইছুঁই।

দেশের রাজনীতিতে সেই শূন্যতায় আজ রাষ্ট্রীয় শোক। এভারকেয়ারের সামনেও ভোরে সেই আপনজন হারানোর শূন্যতাই যেন ভর করেছিল। সকালের আলো ফুটতেই বেড়েছে নেতাকর্মীদের ভিড়। বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারিও।

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এমন চিত্র দেখা গেছে।

চিরদিনের মায়া ত্যাগ করে, কোটি সমর্থকের হৃদয় শূন্য করে মঙ্গলবার ভোরে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বিএনপির চেয়ারপারসনের জানাজা আজ দুপুরে। দাফন সম্পন্ন হবে বিকেলে। জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী ও সমর্থকরা আসছেন। রাত থেকেই আসছেন সাধারণ মানুষও।

এভারকেয়ার হাসপাতাল থেকে জানাজায় অংশ নেওয়া কিছুটা কষ্টের হলেও এখানেও নেতাকর্মীদের ভিড় করেন তারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা অপেক্ষা করেন। অনেকেই ভোরে এসেছেন দেশের নানা প্রান্ত থেকে। কেউবা রাত থেকেই অপেক্ষা করছেন। এভারকেয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও বেড়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X