সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী
expand
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

তারেক রহমান দেশে ফিরলে তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আসন্ন বড়দিন উপলক্ষে আতশবাজি পোড়ানো বন্ধ থাকবে।

বড়দিনে সড়ক অবরোধ করে কোনো অনুষ্ঠান করা যাবে না। তিনি আরও বলেন, দেশে নিরাপত্তা ইস্যুতে কোনো শঙ্কা নেই।

তবে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকসহ নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেয়া হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সালের অবস্থান শনাক্ত করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফয়সালকে গ্রেপ্তারে অভিযান জোরদার করেছে এবং খুব শিগগিরই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে। হত্যাকাণ্ডের পর থেকেই গোয়েন্দা সংস্থাগুলো একযোগে কাজ করছে।

প্রযুক্তিনির্ভর নজরদারি ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে ফয়সালের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। তবে অভিযানের স্বার্থে নির্দিষ্ট স্থান প্রকাশ করা হচ্ছে না।

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তিকে নয়, রাষ্ট্রের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক চেতনার ওপর সরাসরি আঘাত। জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠন দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, তদন্ত সঠিক পথেই এগোচ্ছে এবং হত্যাকাণ্ডের পেছনে থাকা সব ব্যক্তি ও নেপথ্য শক্তিকে আইনের আওতায় আনা হবে।

এদিকে নিজের পদত্যাগের গুঞ্জনের বিষয়ে আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি পদত্যাগ করতাম, তাহলে তো এখানে বসতাম না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X