রবিবার
২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ হাদিকে নিয়ে 'আপত্তিকর' পোস্ট, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ এএম আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ এএম
আটক ছাত্রলীগ নেতা
expand
আটক ছাত্রলীগ নেতা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে ফেসবুকে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে টেকনাফে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে টেকনাফের বাহারছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে টেকনাফের বাহারছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ওই নেতার নাম ইয়াহিয়াহ খান।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ওসমান শরীফ হাদির মৃত্যুর পর ইয়াহিয়াহ খান তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে নানা বিতর্কিত পোস্ট দেন।

হাদির মৃত্যুর পর তিনি ইংরেজিতে 'OUT' লিখে একটি পোস্ট করেন, যা নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।

কবর নিয়ে আপত্তি: ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও অন্যান্য বরেণ্য ব্যক্তিদের পাশে হাদিকে সমাহিত করা নিয়ে তিনি তীব্র আপত্তি তোলেন।

একটি পোস্টে তিনি হাদিকে ‘জঙ্গি’ হিসেবে অভিহিত করেন এবং লিখেন যে, বিশিষ্ট ব্যক্তিদের পাশে কোনো ‘জঙ্গি’র কবর হলে ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়কে ক্ষমা করবে না।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার ইয়াহিয়াহ খান নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত।

শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্টই নয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার সম্পৃক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X