রবিবার
২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাদির কাঁধে ভাইরাল সেই শিশুটির আসল পরিচয় 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ এএম
জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফারাজির কোলে ও ওসমান হাদির কাঁধে ছোট্ট শিশু ওমায়েত
expand
জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফারাজির কোলে ও ওসমান হাদির কাঁধে ছোট্ট শিশু ওমায়েত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় জুলাইযুদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির কাঁধে বসা এক ছোট্ট শিশু। তবে অনেকে সেই শিশুকে হাদির সন্তান বলে ফেসবুকে লেখালেখি করলেও, শিশুটি হাদির সন্তান নয় বলে জানা গেছে।

ছেলে শিশুটির নাম ওমায়েত, সে তার বাবা-মায়ের সঙ্গে ঢাকাতেই বসবাস করে। ওসমান হাদির সঙ্গে নিয়মিত দেখা করতে আসতেন শিশুটির বাবা, সে সময়ই একদিন শিশুটিকে নিয়ে ওসমান হাদি কাঁধে বসিয়ে ছবি তুলেন।

হাদির মৃত্যুর পর ফেসবুকে ছবিটি ভাইরাল হয়, হাদির সন্তান বলে পরিচয় করিয়ে দেওয়া হয়।

তবে শিশুটি ওসমান হাদির সন্তান নয় বলে নিশ্চিত করেছেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফারাজি।

তিনি বলেন, ‘শিশুটি আজও ওসমান হাদির জানাজায় তার বাবার সঙ্গে অংশ নিয়েছে। সেসময়ও তার বাবার সঙ্গে হাদির সাথে দেখা করতে আসে। পরে হাদি ভাইয়ের মৃত্যুর পর এ ছবিটি ছড়িয়ে পড়ে। তবে ছেলে শিশুটি হাদির নয়।’

তিনি আরও বলেন, ‘আমার কোলে থাকা ছোট্ট বিপ্লবী হাদি ভাইয়ের ছেলে নয়। হাদি ভাই আদর করে সেদিন ওরে কাঁধে নিয়েছিলেন। অনেকেই ছোট্ট বাবাকে হাদি ভাইয়ের সন্তান মনে করেছিলেন।

তবে এটা নিশ্চিত ও আমাদের ভবিষ্যৎ হাদি হতে যাচ্ছে। ওর বাবা সবার কাছে দোয়া চেয়েছেন হাদি ভাইয়ের বিপ্লবের পথেই যেন ওর জীবন গড়ে উঠে।’

জানা গেছে, আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। জাতীয় কবির পাশে হাদিকে সমাহিত করা হয়।

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা সম্পন্ন হয়। দুপুর ২টা ৩৩ মিনিটে অনুষ্ঠিত জানাজায় সারাদেশ থেকে বিভিন্ন শ্রেণি–পেশার হাজারো মানুষের উপস্থিতি হন। জানাজা শেষে দুপুর ৩টার দিকে হাদির মরদেহ বহনকারী গাড়ি ঢাবির কেন্দ্রীয় মসজিদ এলাকায় নিয়ে আসা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X