রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ এএম আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৬ এএম
expand
মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প

সিলেটে পাঁচ মিটিনে ব্যবধানে ২টি ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) মধ্যরাত রাত ২ টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে এবং ২ টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে এ কম্পন দুটি অনুভূত হয় বলে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র নিশ্চিত করেছে।

সিলেট অঞ্চলের একাধিক বাসিন্দাও এমন তথ্য নিশ্চিত করেছেন।

প্রথম ভূকম্পনটির মাত্রা ছিল ৩ দশমিক ৫ এবং পরেরটির মাত্রা ছিল ৩.৩। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের জকিগঞ্জ উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী অঞ্চলে।

প্রথম ভূমিকম্পের কেন্দ্রের অবস্থান ছিল ২৪.৮৩০; ৯২.১৮০। গভীরতা ছিল ২০ কিলোমিটার। দ্বিতীয়টির অবস্থান ছিল ২৪.৭৯০ ; ৯২.২১০ এবং এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

এর আগে প্রায় একই সময়ে (বাংলাদেশ সময় বুধবার (১০ ডিসেম্বর) রাত ২ টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে) মিয়ানমারে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার খবর পাওয়া যায়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের উত্তর মান্দালয় থেকে ৬ কিলোমিটার দুরে।

ভূমিকম্পের কেন্দ্রের অবস্থান ছিল ২২.১১০ ; ৯৬.১৩১ এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X