রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

খিচুড়ির দাম কম না নেওয়ায় রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
সিসিটিভি ফুটেজ
expand
সিসিটিভি ফুটেজ

মুন্সীগঞ্জের শ্রীনগরে খিচুড়ির দাম কম না–নেওয়াকে কেন্দ্র করে ‘খিচুড়ি ঘর’ নামের একটি রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তার নিয়েও এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীনগর–দোহার সড়কের কয়কীর্ত্তন এলাকায় রেস্টুরেন্টটিতে এই ঘটনা ঘটে।

রেস্টুরেন্টের কর্মী ও সিসিটিভি ফুটেজ থেকে জানা যায়, গত সোমবার (৮ ডিসেম্বর) শ্রীনগর থেকে এক ব্যক্তি রেস্টুরেন্টে গিয়ে তিন প্যাকেট খিচুড়ি নেন। দাম ৪৫০ টাকা হলেও ম্যানেজার ৫০ টাকা কম নেন। এ নিয়ে ওই ব্যক্তি অসন্তোষ প্রকাশ করে উচ্চস্বরে কথা বলে চলে যান।

পরদিন মঙ্গলবার সন্ধ্যায় একই বিষয়ে কথা বলতে রেস্টুরেন্টে যান বৈষম্যবিরোধী আন্দোলনে মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার পলাতক আসামি সাদ্দাম হোসেন (৪০)। কথা–কাটাকাটির এক পর্যায়ে তিনি হাতে থাকা পিস্তল দিয়ে ওপরে ফাঁকা গুলি ছোড়ে। এতে রেস্টুরেন্টে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীনগর থানা–পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সাদ্দাম ও তাঁর সঙ্গে থাকা লোকজন পালিয়ে যায়।

ঘটনার পর দেউলভোগ গ্রামের ফখরুল ইসলামের ছেলে বুলেট (৩৫) শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি বলেন, তিনি যুবদলের কর্মী এবং রাজনৈতিক বিরোধের কারণে যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী তাঁকে হুমকি দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় সাদ্দামসহ কয়েকজন রেস্টুরেন্টে গিয়ে তাঁকে মারধর ও পিস্তলসদৃশ বস্তু দিয়ে হত্যার চেষ্টা করেন। স্থানীয়রা এগিয়ে গেলে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় সাদ্দাম হোসেন (৪০), মোল্লা (৩৬), জাকির মোল্লা (৩৮)সহ কয়েকজনের নামে অভিযোগ নেয় পুলিশ।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিল্টন দত্ত বলেন, ‘ফাঁকা গুলির ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে দাখিল করা অভিযোগটি মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X