বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভিসা নিয়ে কঠোর সতর্কতা দিল ব্রিটিশ হাইকমিশন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক
expand
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

বাংলাদেশি আবেদনকারীদের জন্য ভিসা সংক্রান্ত শক্ত অবস্থানের কথা জানিয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যুক্তরাজ্যে যাওয়ার জন্য কেউ যদি জাল নথিপত্র ব্যবহার করেন বা অবৈধ পথ বেছে নেন, তাহলে তার ওপর সর্বোচ্চ ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

মঙ্গলবার দুপুরে ঢাকার যুক্তরাজ্য হাইকমিশনের পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, নকল ভিসা ও প্রতারণামূলক আবেদন ঠেকাতে যুক্তরাজ্য সরকার আরও কঠোর অবস্থান নিচ্ছে, এবং এই উদ্যোগ সেই অভিযানের অংশ।

সারাহ কুক মন্তব্য করেন, ভিসা জালিয়াতি কেবল ব্যক্তির ভবিষ্যতকে বিপন্ন করে না, গোটা পরিবারকেও চরম সংকটে ফেলতে পারে।

তিনি বলেন, প্রতারক চক্রগুলো মানুষের ভালোভাবে বাঁচার স্বপ্নকে পুঁজি করে অর্থ হাতিয়ে নেয় এবং তাদের বড় ধরনের ঝুঁকির মধ্যে ঠেলে দেয়।

তিনি আরও জানান, যুক্তরাজ্য শুধুমাত্র বৈধ উপায়ে, সরকারি অনুমোদিত চ্যানেলের মাধ্যমে করা ভিসা আবেদনকে সমর্থন করে। কিন্তু যারা প্রতারণার আশ্রয় নেবেন, তাদের জন্য ফলাফল হবে কঠোর—যার মধ্যে ১০ বছরের নিষেধাজ্ঞাও রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন