বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বহুরূপী মানুষ চেনার কিছু সহজ উপায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১০:৩৯ এএম আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১০:৪০ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মানুষকে শুধু কথায় নয়, আচরণেও চেনা যায়। অনেক সময় কেউ মিষ্টি ভাষায় মুগ্ধ করে ফেললেও, অন্তরে তার উদ্দেশ্য ভিন্ন হতে পারে। মনোবিজ্ঞানীরা বলছেন এমন কিছু স্পষ্ট লক্ষণ আছে, যেগুলো লক্ষ্য করলে সহজেই বোঝা যায় কেউ আন্তরিক নাকি কপট।

১. অতি দ্রুত অতিরিক্ত ভালো ব্যবহার যারা সত্যিকারের ভালো মানুষ, তারা সময় নিয়ে সম্পর্ক গড়ে তোলে। কিন্তু কেউ যদি শুরু থেকেই অস্বাভাবিকভাবে মিষ্টি আচরণ করে বা দ্রুত বিশ্বাস জেতার চেষ্টা করে, তাহলে সতর্ক হওয়া ভালো।

২. পরিস্থিতি অনুযায়ী চরিত্র বদলানো একজন মানুষ যদি একেক জনের সামনে একেক রকম আচরণ করে কখনও নম্র, কখনও দাম্ভিক তাহলে বুঝতে হবে, সে তার ইমেজ নিয়ন্ত্রণ করতে চাইছে। একে মনোবিজ্ঞানে বলা হয় ইমপ্রেশন ম্যানেজমেন্ট।

৩. আন্তরিক আবেগের অভাব বহুরূপী মানুষ সাধারণত সম্পর্ককে ব্যবহার করে নিজের স্বার্থে। তারা সহানুভূতি দেখালেও তা বেশিরভাগ সময়ই কৃত্রিম। সত্যিকারের বন্ধন গড়ে তুলতে তাদের অসুবিধা হয়।

৪. অন্যের সমালোচনায় আনন্দ পাওয়া যারা সবসময় অন্যের দোষ খোঁজে বা গসিপে মেতে থাকে, তারা নিজের অনিরাপত্তা ঢাকতে চায়। মনে রাখবেন, যে আপনার সামনে অন্যের সমালোচনা করে, সে আপনার অনুপস্থিতিতেও একই কাজ করবে।

৫. বন্ধুত্বের মুখোশে প্রতিযোগিতা এরা বন্ধুত্বের ভান করলেও, মনে মনে প্রতিযোগিতা চালায়। আপনার সাফল্যে তারা খুশি না হয়ে ছোট করার সুযোগ খোঁজে। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় কভার্ট রাইভ্যালরি গোপন প্রতিদ্বন্দ্বিতা।

সত্যিকারের বন্ধুত্ব মানে পারস্পরিক সম্মান ও অনুপ্রেরণা। তাই, বহুরূপী মানুষের এই লক্ষণগুলো চিনে রাখুন আপনার মানসিক শান্তি ও আত্মসম্মান রক্ষার জন্য এটি খুবই জরুরি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন