

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মানবতাবিরোধী অপরাধের মামলায় সিদ্ধান্ত ঘোষণার সময় নারী হওয়ার কারণে শেখ হাসিনার প্রতি বিশেষ দয়া বা সহানুভূতির সুযোগ নেই-
এমন মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম।
তিনি বলেন, ১৭ নভেম্বর সোমবার এই মামলার রায় সরাসরি টেলিভিশনে সম্প্রচার করে জনসাধারণের সামনে পুরো প্রক্রিয়া পরিষ্কারভাবে উপস্থাপন করা হবে।
রোববার (১৬ নভেম্বর) এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, রায় ঘোষণার অনুষ্ঠান একইসঙ্গে বিটিভি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজে লাইভ দেখানো হবে।
নারী আসামিদের ক্ষেত্রে সাজা দেওয়ার সময়ে কোনো ‘রেয়াত’ বা আলাদা বিবেচনা থাকে কি না—এমন প্রশ্নে প্রসিকিউটর তামিম জানান, সাধারণ আইনে জামিনের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে নারী, অসুস্থ ব্যক্তি বা কিশোরদের অগ্রাধিকার পাওয়া যায়।
কিন্তু শাস্তির ক্ষেত্রে এ ধরনের কোনো সুবিধা নেই। ট্রাইব্যুনাল আইনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তিনি বলেন, অপরাধের ধরন ও গুরুতরতা বিচার করেই সাজা নির্ধারণ করা হবে।
তিনি আরও জানান, এই আইনে নারী-পুরুষ কাউকেই বিশেষ সুবিধা দেওয়ার বিধান নেই।
অপরাধ প্রমাণিত হলে দণ্ড হবে, আর অভিযোগ টিকতে না পারলে খালাস-এটাই আইনের মূলনীতি।
রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের প্যানেল, চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আদালত শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে।
সেদিন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তির আবেদন করেছে এবং আদালত ন্যায়সংগত সিদ্ধান্ত দেবেন বলেই তাদের বিশ্বাস।
মন্তব্য করুন
