

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর হাতিরঝিল থানায় সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলায় গ্রেপ্তারের পর কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম (হিরো আলম) জামিন পেয়েছেন।
শনিবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালত শুনানি শেষে এ সিদ্ধান্ত দেন।
সকালে তাকে আদালতে হাজির করা হয় এবং বিকেল ৪টা ১০ মিনিটের দিকে এজলাসে হাজির করা হয়।
হিরো আলমের আইনজীবীরা জামিনের আবেদন করেন।
বাদীপক্ষ জামিনের বিরোধিতা করলে, আদালত ২০০ টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। মামলার বাদী রিয়া মনি আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে ১২ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
ওই পরোয়ানা অনুযায়ী শনিবার সকালে হিরো আলমকে হাতিরঝিল থানার পুলিশ গ্রেপ্তার করে।
মামলার নথি অনুযায়ী, হিরো আলম ও বাদী রিয়া মনির মধ্যে সাম্প্রতিক মনোমালিন্য দেখা দেয়। এরপর হিরো আলম বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন।
২১ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসার জন্য হাতিরঝিল থানার এলাকায় একটি বাড়িতে ডাকা হলে হিরো আলমসহ ১০-১২ অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের প্রতি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মারধর করেন। এই হামলায় বাদীর শরীরে জখম সৃষ্টি হয় এবং তার গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন চুরি করা হয়।
উক্ত ঘটনার পর ২৩ জুন রিয়া মনি বাদী হয়ে হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন।
মন্তব্য করুন
