শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আদালত প্রাঙ্গণে ইনু ও পুলিশের বাকবিতণ্ডা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৮:৫৫ এএম
প্রিজন ভ্যানের ভেতরে দাঁড়িয়ে বাইরে অপেক্ষমাণ স্বজনদের সঙ্গে কথা বলতে গেলে হাসানুল হক ইনুকে বসতে বলেন পুলিশ সদস্য। এ নিয়ে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। সোমবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে
expand
প্রিজন ভ্যানের ভেতরে দাঁড়িয়ে বাইরে অপেক্ষমাণ স্বজনদের সঙ্গে কথা বলতে গেলে হাসানুল হক ইনুকে বসতে বলেন পুলিশ সদস্য। এ নিয়ে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। সোমবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে প্রিজন ভ্যানে দাঁড়িয়ে থাকার ঘটনায় সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এবং এক পুলিশ সদস্যের মধ্যে কথা কাটাকাটি হয়। সোমবার এ ঘটনাটি প্রত্যক্ষ করেন উপস্থিত কয়েকজন।

প্রত্যক্ষদর্শীদের মতে, প্রিজন ভ্যানে ওঠার পর ইনুকে দাঁড়িয়ে থাকতে দেখে দায়িত্বে থাকা পুলিশ সদস্য আপত্তি জানান।

তিনি বলেন, “দাঁড়িয়ে থাকা যাবে না।” উত্তরে ইনু জিজ্ঞেস করেন, “আমি কেন দাঁড়িয়ে থাকতে পারবো না? কোন নিয়মে নিষেধ আছে? অর্ডারটা দেখান।”

এ কথার পর দুজনের মধ্যে কিছুক্ষণ তর্ক-বিতর্ক হয়। পরে ইনু শান্তভাবে বলেন, “আপনি কেন বিষয়টা জটিল করছেন? আদেশ নিয়ে আসুন।” এরপর পুলিশ সদস্যটি ভ্যানের পেছনের দিকে গিয়ে বসে পড়েন।

সেদিন দুদকের দাখিল করার কথা থাকলেও তদন্ত প্রতিবেদন জমা না পড়ায় আদালত আগামী ২ ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ করে। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ইনুকে আদালতের হাজতখানায় আনা হয়। তবে তাকে এজলাসে তোলা হয়নি।

হাজিরা শেষে দুপুরে তাকে প্রিজনভ্যানে তোলা হলে কিছু সময় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভ্যানের গ্রিলের ফাঁক দিয়ে তিনি বাইরে তাকিয়ে ছিলেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন