

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


‘মা...ওই ফারুক আছে না? ফারুক রিমান্ডে চাইছে ওকে টাকা দিই নাই এ জন্য।’ সোমবার ( ৫ জানুয়ারি) প্রিজন ভ্যানে ওঠার আগে গণমাধ্যমের সামনে মাকে ডেকে এ কথা বলেছেন জুলাইযোদ্ধা তাহমিনা জান্নাত সুরভী।
সোমবার (৫ জানুয়ারি) গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। অভিযোগ উঠেছে, সুরভীর বয়স ১৭ বছর হলেও ২১ বছর দেখিয়ে তাকে রিমান্ডের আবেদন করা হয়।
প্রিজন ভ্যানে ওঠার আসে সুরভী আরো বলেন, ‘কোনো তদন্ত ছাড়াই আমারে রিমান্ডে নেওয়া হচ্ছে। ম্যাজিস্ট্রেট কোনো তদন্ত রিপোর্ট পাননি।’
এই মামলায় চারজন আসামি থাকলেও কেবল তাকেই গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন সুরভী।
ফারুকের পুরো নাম মো. ওমর ফারুক।
তিনি গাজীপুরের কালিয়াকৈর থানার অন্তর্গত মৌচাক পুলিশ ফাঁড়িতে কর্মরত উপপরিদর্শক (এসআই) ও সুরভীর বিরুদ্ধে করা মামলার তদন্ত কর্মকর্তা।
তবে সুরভীর অভিযোগ গণমাধ্যমের কাছে অস্বীকার করেছেন এসআই ওমর ফারুক। রায়ের প্রতিক্রিয়ায় সুরভীর আইনজীবী বলেন, ‘এই মামলা ভুয়া। আমরা আগামীকালের মধ্যেই রিভিশন করব।
আশা করি, ন্যায়বিচার পাব।’
এর আগে ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার বিবরণ থেকে জানা গেছে, গত বছরের জুলাই-আগস্টে আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক ধাপে অর্থ আদায় করা হয়।
মন্তব্য করুন

