মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনার প্লট দুর্নীতি মামলা: ১ ডিসেম্বর রায় ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০২:১৮ পিএম
শেখ হাসিনা-ফাইল ছবি
expand
শেখ হাসিনা-ফাইল ছবি

রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও ১৬ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার দিন ঠিক করেছে আদালত। আগামী ১ ডিসেম্বর এ মামলার রায় ঘোষণা হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম আসামিপক্ষ ও দুদকের যুক্তিতর্ক গ্রহণ শেষে রায় ঘোষণার এই তারিখ নির্ধারণ করেন।

আদালত সূত্রের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্লট বরাদ্দ অনিয়মের অভিযোগে ছয়টি পৃথক মামলা করে। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও তার সন্তান সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব ও মেয়ে আজমিনা সিদ্দিকসহ একাধিক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

শেখ পরিবারের বাইরে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন—গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তৎকালীন সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য খুরশীদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, নুরুল ইসলাম, পরিকল্পনা সদস্য মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক প্রকৌশলী সামসুদ্দীন আহমদ চৌধুরী, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক হাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং সাবেক একান্ত সচিব সালাউদ্দিন।

গত ৩১ জুলাই ছয় মামলার মধ্যে তিনটির অভিযোগ গঠন করেন বিশেষ জজ আদালত-৫। বাকি তিনটির অভিযোগ গঠন করেন বিশেষ জজ আদালত-৪।

মামলা অনুযায়ী, দায়িত্বে থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে আবেদনযোগ্যতার শর্ত পূরণ না করেই পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে প্রত্যেকে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন