মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

পে স্কেলের সুপারিশ জমা দেওয়ার সময় জানালেন অর্থ উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৩:২৮ পিএম
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 
expand
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

নতুন পে-স্কেলের সুপারিশ জমা দেওয়ার সময় জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার কাছে পে কমিশন সুপারিশ জমা দেবে বলে জানান তিনি। আজ বুধবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিবেদন জমার সময় তিনি নিজেও উপস্থিত থাকবেন বলে জানান অর্থ উপদেষ্টা। পে কমিশনের প্রধান জাকির আহমেদ খান সব সদস্যকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদনটি জমা দেবেন।

পে কমিশনের প্রতিবেদন জমা হওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি অর্থ উপদেষ্টা। তিনি বলেন, সরকারি চাকরিজীবীরা পে-স্কেল পেয়ে খুশি হবেন। এমন সুপারিশই প্রতিবেদনে থাকবে। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনের নানা দিক তুলে ধরবেন বেতন কমিশনের প্রধান।

জানা গেছে, বেতন কমিশনের প্রতিবেদন অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে বলে অর্থ মন্ত্রণালয়ের আগের পরিকল্পনা ছিল। তিনি পরে তা উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে। তবে শেষ সময়ে পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X