

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নবম জাতীয় পে-স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দ্বারপ্রান্তে পৌঁছেছে পে-কমিশন। কমিশনের সর্বশেষ আলোচনায় আগামী ২১ জানুয়ারি চূড়ান্ত সভা করার একটি প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই সভাতেই পে-স্কেল সংক্রান্ত সব সুপারিশ চূড়ান্ত করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পে-স্কেল বিষয়ে পূর্ণ কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সুপারিশ চূড়ান্ত করার সময়সীমা ও অগ্রগতির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
পে-কমিশনের একজন সদস্য জানান, ২১ জানুয়ারির বৈঠকটি কমিশনের শেষ বৈঠক হতে পারে। সেখানে বেতন কাঠামোর সব গুরুত্বপূর্ণ দিক চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে। তবে প্রয়োজনে এর আগে আরেকটি পূর্ণ কমিশনের বৈঠক ডাকার সম্ভাবনাও রয়েছে।
তিনি আরও বলেন, কমিশনের হাতে সময় খুবই সীমিত। নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশ প্রস্তুত করে জমা দিতে দ্রুততার সঙ্গে কাজ চলছে।
এদিকে নবম পে-স্কেলে বেতন বৈষম্যের অনুপাত ১:৮ নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। সচিবালয়ে অনুষ্ঠিত পূর্ণ কমিশনের বৈঠকে এই অনুপাত চূড়ান্ত করা হয় বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
পূর্ণ কমিশনের বৈঠকে অংশ নেওয়া এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, বেতনের অনুপাত নিয়ে তিনটি প্রস্তাব ছিল— ১:৮, ১:১০ ও ১:১২। দীর্ঘ আলোচনার পর ১:৮ অনুপাতেই একমত হয়েছে কমিশন। পাশাপাশি সর্বনিম্ন বেতন নির্ধারণ নিয়ে একাধিক প্রস্তাব পর্যালোচনা করা হয়েছে, যা পরবর্তী বৈঠকে চূড়ান্ত হতে পারে।
মন্তব্য করুন

