বুধবার
০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পে স্কেল নিয়ে তারেক রহমানের সঙ্গে বসতে চান কর্মচারীরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৩:১১ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
expand
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বৈষম্যমুক্ত ৯ম পে স্কেলের বিষয়ে মতবিনিময় করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ চেয়ে আবেদন করেছেন সরকারি চাকরিজীবীরা।

সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির আহবায়ক ইসহাক কবীরের নেতৃত্বে ৮-১০ জনের একটি প্রতিনিধি দল সিএসএফের কাছে এ আবেদন জমা দেন। অনুমতি পেলে শিগগিরই এ তাদের সঙ্গে সাক্ষাৎ হতে পারে বলে তারা জানিয়েছেন।

আবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্মচারি দাবী আদায় ঐক্য পরিষদ সচিবালয়ের বাইরে দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের সব কর্মচারি সংগঠনের সমন্বয়ে গঠিত জোট।

এর শিক্ষক-কর্মচারিসহ ২২ লাখ সরকারি কর্মচারি সম্পৃক্ত। প্রজাতন্ত্রের কর্মচারীরা সরকারের সব উন্নয়নকাজ বাস্তবায়ন করলেও আমলাতান্ত্রিক জটিলতায় ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত।

আরও বলা হয়েছে, ২০১৫ সালের বৈষম্যমূলক পে স্কেল প্রদানের পর থেকে অদ্যাবধি উক্ত সংগঠনের পক্ষ থেকে বৈষম্য নিরসনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি।

কিন্তু বিগত সরকার দাবি পূরণ দুরের কথা, সংগঠনের কথা আমলে না নিয়ে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে জুলুম অত্যাচার চালিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X