

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন এক বৈজ্ঞানিক পদ্ধতি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে মস্তিষ্কের স্বাভাবিক কার্যকারিতা ক্ষতিগ্রস্ত না করেই কষ্টদায়ক বা ট্রমাটিক স্মৃতি নির্বাচিতভাবে মুছে ফেলা সম্ভব। এই প্রক্রিয়ায় তারা মস্তিষ্কের বিশেষ কোষ অ্যাস্ট্রোসাইটস নিয়ন্ত্রণ করেছেন।
গবেষক দলটি ব্যবহার করেছে অপ্টোজেনেটিকস (Optogenetics) নামের এক উন্নত প্রযুক্তি, যার মাধ্যমে আলো ব্যবহার করে নির্দিষ্ট কোষের কার্যক্রম নিয়ন্ত্রণ করা যায়। তারা ভয় ও আবেগ নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ অ্যামিগডালাতে অ্যাস্ট্রোসাইটসের রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে দেখতে পান, ইঁদুরদের দীর্ঘমেয়াদি ভয়ের স্মৃতি তৈরি ব্যাহত হয়, তবে স্বল্পমেয়াদি স্মৃতি অপরিবর্তিত থাকে।
পরীক্ষায় দেখা গেছে, যেসব ইঁদুরকে একটি নির্দিষ্ট চেম্বারে হালকা বৈদ্যুতিক শক দেওয়া হয়েছিল, তারা সাধারণত পরেরবার সেই চেম্বারে গেলে ভয়ে স্থির হয়ে যায়। কিন্তু যেসব ইঁদুরের অ্যাস্ট্রোসাইটস পরিবর্তন করা হয়েছিল, তারা পরের দিন সেই ভয় আর মনে রাখেনি।
এটি প্রমাণ করে যে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি স্মৃতি আলাদা প্রক্রিয়ায় তৈরি হয়, এবং ট্রমাটিক স্মৃতি স্থায়ী হওয়ার আগে সেটি নিয়ন্ত্রণ বা মুছে ফেলার সুযোগ রয়েছে।
যদিও গবেষণাটি এখনো প্রাণী পর্যায়ে সীমাবদ্ধ, বিশেষজ্ঞদের মতে, এটি ভবিষ্যতে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার (PTSD) এবং অন্যান্য মানসিক ট্রমা, সম্পর্কিত রোগের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। এই প্রযুক্তির মাধ্যমে মানুষ ভবিষ্যতে বেদনাদায়ক স্মৃতিগুলো মুছে ফেলতে পারবে, অথচ মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম অক্ষত থাকবে।
মন্তব্য করুন
