বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মিনিটেই জোড়া লাগবে ভাঙা হাড়!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৮:১২ পিএম
মিনিটেই জোড়া লাগবে ভাঙা হাড়!
expand
মিনিটেই জোড়া লাগবে ভাঙা হাড়!

ভাবুন তো, ভয়াবহ কোনো দুর্ঘটনায় হাত বা পা ভেঙে গেছে-অথচ কয়েক মিনিটের মধ্যেই সেটি আগের মতো ঠিক হয়ে গেল একটি বিশেষ আঠার সাহায্যে! বিজ্ঞান কল্পকাহিনির মতো শোনালেও, চীনা গবেষকরা এবার সেটাকেই বাস্তবে রূপ দিয়েছেন। তারা উদ্ভাবন করেছেন এক অনন্য “হাড়ের আঠা”, যার নাম Bone-02 (বোন-০২)।

ঝেজিয়াং ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের অধ্যাপক ফ্যান শুনউ ও ড. লিন শিয়ানফেং-এর নেতৃত্বে একটি গবেষক দল এই যুগান্তকারী আবিষ্কারটি করেছে। তাদের দাবি, এই বায়ো-অ্যাডহেসিভ মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে ভাঙা হাড় জোড়া লাগাতে সক্ষম, এবং এতে বড় কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয় না।

গবেষকদের অনুপ্রেরণা এসেছে প্রকৃতি থেকেই। তারা লক্ষ্য করেন, ঝিনুক কীভাবে সাগরের ঢেউ ও লবণাক্ত জলের মাঝেও শক্তভাবে পাথর বা কাঠের গায়ে লেগে থাকে। সেই নকশা অনুসরণ করেই তারা এমন এক আঠা তৈরি করেন, যা রক্ত ও শরীরের ভেতরের আর্দ্র পরিবেশেও নিখুঁতভাবে কাজ করতে পারে।

অধ্যাপক ফ্যান শুনউ জানান, শত বছর ধরে বিজ্ঞানীরা এমন একটি আঠা তৈরির চেষ্টা করে আসছিলেন যা শরীরের জন্য নিরাপদ এবং যথেষ্ট শক্তিশালী হবে। কিন্তু এতদিন কেউ সফল হতে পারেননি। Bone-02 সেই সীমা অতিক্রম করেছে। এটি মাত্র কয়েক মিনিটে এমন বন্ধন তৈরি করে, যা ১৮০ কিলোগ্রামেরও বেশি চাপ সহ্য করতে পারে। এমনকি হাতুড়ির আঘাতেও সেই সংযোগ ভাঙা প্রায় অসম্ভব।

আগে যেখানে ভাঙা হাড় মেরামতে বড় করে কেটে ধাতব প্লেট ও স্ক্রু বসাতে হতো, সেখানে এখন মাত্র দুই থেকে তিন সেন্টিমিটার ছোট ছিদ্র করেই এই আঠা শরীরে ইনজেক্ট করা যায়। কয়েক মিনিটের মধ্যেই হাড় একদম আগের মতো মজবুত হয়ে যায়।

আরও চমকপ্রদ বিষয় হলো, এই আঠা সম্পূর্ণ জৈব-বিয়োজ্য। অর্থাৎ, ছয় মাসের মধ্যে শরীর নিজেই এটি শোষণ করে নেয়। ফলে দ্বিতীয়বার অপারেশনের প্রয়োজন পড়ে না, এতে সময়, খরচ ও ঝুঁকি- সবই কমে আসে।

গবেষক দলটি ইতোমধ্যে ১৫০ জনেরও বেশি রোগীর ওপর এই বোন গ্লু ব্যবহার করে সফল ফলাফল পেয়েছেন। বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি দুর্ঘটনা ও জরুরি চিকিৎসায় বিপ্লব ঘটাতে পারে, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধক্ষেত্রে দ্রুত জীবনরক্ষার ক্ষেত্রে এটি হতে পারে গেমচেঞ্জার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন