সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হাদিকে সিঙ্গাপুর নিতে ৫২ লাখ টাকা খরচে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ এএম আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ এএম
শরিফ ওসমান হাদিকে ব্যাংকক হাসপাতালে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
expand
শরিফ ওসমান হাদিকে ব্যাংকক হাসপাতালে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুরে হাসপাতালে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত হয়েছে।

বোরবার বিকেলে হাদির ভাই ওমর বিন হাদি গণমাধ্যমকে এ তথ্য জানান। সরকার এ ব্যাপারে হাদির পরিবারকে সম্পূর্ণ সহযোগিতা করছে বলেও জানান তিনি।

পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার সকালেই হাদিকে থাইল্যান্ডের ব্যাংককে নিয়ে যেতে চান তারা। এজন্য এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছে।

এজন্য ৫২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এর আগেই সরকারের তরফ থেকে জানানো হয়, হাদির চিকিৎসার সব খরচ সরকার বহন করবে। তবে এর সবকিছুই হবে চিকিৎসকের অনুমোদন সাপেক্ষে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X