বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢামেকে একসঙ্গে ৬ সন্তানের মা হলেন প্রিয়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম
তাদের মধ্যে তিনজনকে ঢামেকের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে
expand
তাদের মধ্যে তিনজনকে ঢামেকের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে এই নবজাতকদের জন্ম হয়।

শিশুগুলোর জন্মের সময় ওজন ছিল মাত্র ৬১৫ গ্রাম থেকে ৯০০ গ্রামের মধ্যে। তাদের মধ্যে তিনজনকে ঢামেকের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে। সিট না থাকায় বাকিদের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, দুই নবজাতকের অবস্থা আশঙ্কাজনক।

প্রসবা নারী প্রিয়ার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামে। তার স্বামী হানিফ কাতার প্রবাসী। গর্ভধারণের ২৭ সপ্তাহে তিনি সন্তানদের জন্ম দেন। আগে আল্ট্রাসনোগ্রাফিতে পাঁচ সন্তানের অস্তিত্ব ধরা পড়লেও বাস্তবে জন্ম হয়েছে ছয়জনের।

প্রিয়া গত ৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বোনের বাসায় যান। সেখানে চিকিৎসা চলছিল। হঠাৎ ব্যথা শুরু হলে শনিবার রাতে তাকে ঢামেকে ভর্তি করা হয় এবং পরদিন সকালে তিনি স্বাভাবিকভাবে ছয় নবজাতকের জন্ম দেন।

ঢামেকের নবজাতক বিভাগের মেডিকেল অফিসার ডা. নিলুফার ইয়াসমিন বলেন, এটি ছিল ২৭ সপ্তাহের প্রি-ম্যাচিউর ডেলিভারি। বাচ্চাগুলো অপরিণত হওয়ায় ওজন স্বাভাবিকের তুলনায় অনেক কম। পর্যাপ্ত সিট পেলে সবাইকে আমাদের এখানেই চিকিৎসা দেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন