

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভূমিকম্পের সময় আকাশে থাকা বিমানের ওপর কোনো সরাসরি প্রভাব পড়ে না বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। কারণ ভূমিকম্পের কম্পন মূলত পৃথিবীর পৃষ্ঠ ও ভূগর্ভে সীমাবদ্ধ থাকে এবং তা বায়ুমণ্ডলে উল্লেখযোগ্যভাবে ছড়ায় না। ফলে ৩০ থেকে ৪০ হাজার ফুট উচ্চতায় উড়ন্ত বিমানে এই কম্পন পৌঁছায় না।
তবে বিশেষজ্ঞরা বলেন, ভূমিকম্পের পর পরোক্ষভাবে বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। অন্যতম কারণ হলো বিমানবন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া। শক্তিশালী ভূমিকম্পে রানওয়েতে ফাটল ধরলে উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে বন্ধ হতে পারে। এছাড়া ভূমিকম্পের আঘাতে এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে বিদ্যুৎ বা যান্ত্রিক সমস্যাও দেখা দিতে পারে, যা বিমান চলাচলে বিলম্ব সৃষ্টি করতে পারে।
উপকূলীয় এলাকায় ভূমিকম্পের সূত্র ধরে সুনামি সতর্কতা জারি হলে বিমানবন্দর পরিচালনা কিছু সময়ের জন্য স্থগিত বা সীমিত করা হতে পারে।
সার্বিকভাবে, ভূমিকম্প আকাশে থাকা বিমানের জন্য সরাসরি বিপদ তৈরি না করলেও, বিমানবন্দরের নিরাপত্তা ও অবকাঠামো ক্ষতির কারণে পরোক্ষ প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
মন্তব্য করুন
