

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এতদিন প্রচলিত ছিল—ভারতীয় টেকটোনিক প্লেটটি একক একটি শিলাস্তর হিসেবে ইউরেশীয় প্লেটের নীচে ধীরে ধীরে ঢুকে যাচ্ছে।
কিন্তু ২০২৩ সালে আমেরিকান জিওফিজিকাল ইউনিয়নের বার্ষিক সম্মেলনে উপস্থাপিত সাম্প্রতিক গবেষণা সেই ধারণায় বড়সড় সংশোধন এনে দেয়।
নতুন ৩-ডি সিসমিক ইমেজিং বিশ্লেষণে দেখা গেছে, ভারতীয় প্লেটটি আসলে আর অটুট কোনো ব্লক নয়।
এটি লম্বালম্বিভাবে বাঁকছে, ছিন্ন হচ্ছে এবং বিভিন্ন জায়গায় ভেঙে আলাদা অংশে বিভক্ত হচ্ছে। অর্থাৎ নিচের ভূস্তরটি অনেক বেশি জটিল গতিবিধির মধ্য দিয়ে যাচ্ছে।
গবেষকেরা জানান, ভারতীয় প্লেটের লিথোস্ফেরিক ম্যান্টল অংশে ‘ডিলামিনেশন’ নামে পরিচিত একটি প্রক্রিয়া চলছে, যাতে প্লেটের ঘন, নিচের স্তরটি ওপরের স্তর থেকে বিচ্ছিন্ন হয়ে আরও গভীরে নেমে যাচ্ছে।
এতে দুটি স্তরের মাঝে আধা-গলিত নরম শিলার একটি অঞ্চল তৈরি হচ্ছে, যাকে বলা হয় অ্যাস্থেনোস্ফেরিক ওয়েজ।
এই ফলাফল ইঙ্গিত দেয়, শুধু ইউরেশীয় প্লেটের সঙ্গে ধাক্কাধাক্কিই নয়, ভারতীয় প্লেট এখন নিজস্ব কাঠামোর ভেতর থেকেই বিকৃত হচ্ছে ও ভাঙছে।
হিমালয় ও তিব্বতের নিচের এই ক্রমাগত পরিবর্তন অঞ্চলটিকে আরও বেশি ভূমিকম্প-ঝুঁকিপূর্ণ করে তুলছে।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভূ-ভৌতবিদ সাইমন ক্লেম্পারার বলেন, প্লেটের বিচ্ছিন্নতা ও নিচে দেবে যাওয়ার এই প্রক্রিয়া ভূস্তরের চাপ বাড়িয়ে তুলছে, যা তুলনামূলকভাবে বড় মাত্রার ভূমিকম্প ঘটানোর সম্ভাবনা তৈরি করে।
অপরদিকে মোনাশ বিশ্ববিদ্যালয়ের জিডায়নামিকস বিশেষজ্ঞ ফ্যাবিও ক্যাপিটানিও মনে করিয়ে দেন, এই গবেষণা ভূপৃষ্ঠের গভীরে ঘটতে থাকা পরিবর্তনের এক মুহূর্তের চিত্রমাত্র।
পুরো প্রক্রিয়াটি বুঝতে আরও দীর্ঘমেয়াদি তথ্য ও গবেষণা প্রয়োজন।
মন্তব্য করুন
