বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লির বাতাসে বিষ, ঢাকায় অস্বাস্থ্যকর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১১:০৯ এএম
ভারতের রাজধানী দিল্লির চিত্র
expand
ভারতের রাজধানী দিল্লির চিত্র

বিশ্বের দূষিত শহরগুলোর সর্বশেষ সূচকে আজও শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি।

সকাল থেকেই শহরটির বায়ুমান ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থায় নেমে গেছে। ভারতের রাজধানীর বাতাসে বিষ, সেখানে যারা বসবাস করেন তারা সবাই রয়েছেন স্বাস্থ্যঝূঁকিতে।

বাংলাদেশের রাজধানী ঢাকা এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) রেকর্ড করা হয়েছে ১৯৪, যা ‘অস্বাস্থ্যকর’ মাত্রার মধ্যে পড়ে।

দূষণের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ, যেখানে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে। তৃতীয় স্থানে ভারতের কলকাতা এবং চতুর্থ স্থানে পাকিস্তানের লাহোর—উভয় শহরকেই ‘অস্বাস্থ্যকর’ মানের বায়ুতে চিহ্নিত করা হয়েছে।

ঢাকার দূষণের কারণ ও পরিস্থিতি

ঢাকার বায়ুদূষণের বড় উৎস হলো বাতাসে অতিসূক্ষ্ম ধূলিকণা (PM 2.5), যার মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত মানের প্রায় ২৩ গুণ বেশি।

শহরের মিরপুর ইস্টার্ন হাউজিং, বেচারাম দেউড়ি ও কল্যাণপুর এলাকায় সূচক ২০২ থেকে ২২৬-এর মধ্যে ওঠানামা করছে, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ গণ্য হয়। এ ছাড়া দক্ষিণ পল্লবী, বেজ এজওয়াটার (মাদানি সরণি), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকাসহ পীরেরবাগ রেললাইন অঞ্চলে বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) মান

০–৫০: ভালো

৫১–১০০: সহনীয়

১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ

১৫১–২০০: অস্বাস্থ্যকর

২০১–৩০০: অত্যন্ত অস্বাস্থ্যকর

৩০১+ : বিপর্যস্ত পরিবেশ

করণীয়

বিশেষজ্ঞদের পরামর্শ—এ সময়ে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করা উচিত। শিশু, বয়োজ্যেষ্ঠ এবং শ্বাসকষ্টজনিত রোগীরা বিশেষ সতর্কতা অবলম্বন করলে ঝুঁকি অনেকটাই কমবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন