বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি নেতা মনোনয়ন না পেয়ে ইসলামি আন্দোলনে  

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১০:৫৮ এএম
গোল চিহ্নিত স্থানে সাবেক বিএনপি নেতা দৌলতুজ্জামান আনসারী
expand
গোল চিহ্নিত স্থানে সাবেক বিএনপি নেতা দৌলতুজ্জামান আনসারী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সম্ভাব্য প্রার্থীদের যে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে, সেখানে নাম না থাকায় জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনের মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারী রাজনৈতিক ঠিকানা বদল করেছেন।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের (চরমোনাই) কাছে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন বলে আনসারী নিজেই নিশ্চিত করেন।

এর আগের দিন, মঙ্গলবার (১৮ নভেম্বর), তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সভাপতির পদ থেকে পদত্যাগপত্র জমা দেন।

দৌলতুজ্জামান আনসারীর রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশী হিসেবে। পরবর্তীতে বিএনপিতে যোগ দিয়ে কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়কের দায়িত্ব পান। পাশাপাশি তিনি মেলান্দহ উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদেও ছিলেন।

সাম্প্রতিক সময়ে তিনি জামালপুর-৩ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে কাজও করছিলেন, যা স্থানীয় রাজনীতিতে আলোচনার জন্ম দেয়।

বিএনপির প্রার্থী তালিকায় নিজের নাম না আসা নিয়ে তিনি বলেন, “৫ আগস্টের পর দলটি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ থেকে সরে গেছে। নৈতিকতা ও নীতির জায়গায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই আমি অনেক আগেই দূরে সরে যাই, গত কয়েক মাস ধরে কেন্দ্রীয় কার্যালয়েও যাইনি। মনোনয়ন চাইনি, পদ থেকেও স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছি। সেই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি।”

মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবীর মঞ্জু বলেন, ‘তিনি উপদেষ্টা পরিষদে থাকলেও স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন না। ফলে তার দলত্যাগে এখানে তেমন কোনো প্রভাব পড়বে বলে মনে হয় না।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন