শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তান ও বিয়ের খবর একসঙ্গে দিলেন জেমস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৫:০০ পিএম
expand
সন্তান ও বিয়ের খবর একসঙ্গে দিলেন জেমস

বাংলাদেশের রক সংগীতের জনপ্রিয় ব্যান্ড তারকা ফারুক মাহফুজ আনাম জেমস বাবা হয়েছেন। চলতি বছরের জুনে জেমস-নামিয়া আমিন দম্পতির কোলজুড়ে পুত্রসন্তানের আগমন হয়।

২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হান্টিংটন হাসপাতালে তার তৃতীয় সন্তানের জন্ম হয়। নবজাতকের নাম রাখা হয়েছে জিবরান আনাম।

জেমসের স্ত্রী নামিয়া আমিন, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক, চলতি বছরের জুনে সন্তানের জন্ম দেন। সন্তান জন্মের সময় জেমস ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। এক মাস পর মা ও সন্তানকে নিয়ে দেশে ফেরেন তারা।

জেমস বলেন, বাবা হওয়ার অনুভূতি অসাধারণ। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ একটি সন্তান দিয়েছেন।

নতুন এই অধ্যায়ের শুরু হয় ২০২৩ সালের জুনে, যখন লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে জেমসের সঙ্গে নামিয়ার প্রথম পরিচয় হয়। সেখান থেকেই গড়ে ওঠে সম্পর্ক, যা শেষমেশ বিয়েতে রূপ নেয় ২০২৪ সালে।

এর আগে জেমস দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী রথি, যাকে তিনি বিয়ে করেন ১৯৯১ সালে এবং বিচ্ছেদ হয় ২০০৩ সালে। এরপর ২০০০ সালে পরিচয় হয় বেনজীর সাজ্জাদের সঙ্গে, যাকে তিনি পরে বিয়ে করেন এবং এই দাম্পত্য সম্পর্ক ২০১৪ সালে শেষ হয়।

জেমসের প্রথম সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে, এবং দ্বিতীয় সংসারে রয়েছে একটি কন্যাসন্তান। নতুন সন্তান জিবরান হলেন তার তৃতীয় বিয়ের প্রথম সন্তান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X