শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

কথা রাখলেন না সংগীতশিল্পী তাহসান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৩:৫৩ পিএম
সংগীতশিল্পী তাহসান খান
expand
সংগীতশিল্পী তাহসান খান

কথা ছিল ঢাকা রবিবারের অনুষ্ঠানে সঙ্গীতকে বিদায় জানাবেন তাহসান। কিন্তু সে কথা তিনি রাখলেন না। তবে ইঙ্গিত দিয়েছেন সঙ্গীতকে বিদায় জানানোর।

জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান জানালেন, খুব শিগগিরই তিনি সংগীতজীবন থেকে অবসর নিচ্ছেন। রবিবার রাজধানীতে অনুষ্ঠিত এক প্রযুক্তি প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে এমন ইঙ্গিত দেন তিনি।

উক্ত অনুষ্ঠানে তাহসান সেই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত ছিলেন এবং কয়েকটি গান পরিবেশন করেন। তার গান শুনে উপস্থিত ভক্তরা জানতে চান— এটি কি তাহসানের শেষ মঞ্চ পারফরম্যান্স?

প্রশ্নের উত্তরে তাহসান বলেন, “এই বিষয়ে কথা বলাটা একটু সংবেদনশীল, কারণ আমি যা-ই বলি, সেটার কিছু অংশ আলাদা করে খবর বানানো হয়। তবু বলতে পারি, আমি মনে করি একজন শিল্পীর সময়সীমা সীমিত।

আমার ভাই একবার বলেছিলেন— সংগীতজগতে সময়কাল কম, তাই ঝুঁকি নেওয়া কঠিন। কিন্তু আমি ভেবেছিলাম, শিল্পীর জীবন হয়তো ছোট, কিন্তু তার শিল্পকর্ম বেঁচে থাকে।”

তাহসান আরও বলেন, “আমি চাই মানুষের ভালোবাসার শীর্ষ মুহূর্তেই বিদায় নিতে। কারণ অনেক সময় শিল্পীরা এমনভাবে হারিয়ে যান যে মানুষ ভুলে যায়। আমি চাই, ভুলে যাওয়ার আগেই ভালোবাসা নিয়েই বিদায় নিতে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X