

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গীতিকবি সাইফুল বারীর গীতিকথায় চারটি নতুন গান গেয়েছেন ‘প্যাড়া লাগে’ খ্যাত কণ্ঠশিল্পী সুজন আহমেদ। গানগুলোর সুর করেছেন শিল্পী নিজেই এবং সংগীতায়োজন করেছেন মারুফ চৌধুরী।
নতুন এই চারটি গান শিগগিরই সুজন আহমেদ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানান সাইফুল বারী।
তিনি বলেন, এই চারটি গানই আলাদা আলাদা স্বাদের। কথা, সুর আর সংগীতে ভিন্নতা রাখার চেষ্টা করেছি, যেন শ্রোতারা প্রতিটি গানে নতুন কিছু পান।
কণ্ঠশিল্পী সুজন আহমেদ বলেন, সাইফুল বারীর কথায় গাওয়া মানেই বাড়তি একটা দায়বদ্ধতা। চারটি গানই আলাদা অনুভূতির, নিজের সুরে গাওয়ায় গানগুলোর সঙ্গে ব্যক্তিগত একটা সম্পর্ক তৈরি হয়েছে।
সংগীত পরিচালক মারুফ চৌধুরী বলেন,চারটি গানেই আলাদা মুড ও টেক্সচার ব্যবহার করেছি। প্রতিটি গানের স্বকীয়তা ধরে রাখাই ছিল আমাদের মূল লক্ষ্য।
উল্লেখ্য, ভিন্ন ভিন্ন আবহে নির্মিত এই চারটি গান শ্রোতাদের জন্য নতুন সংগীত অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশা সংশ্লিষ্টদের।
মন্তব্য করুন

