শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে সায়ানের গান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম
ফারজানা ওয়াহিদ সায়ান ও বাউল আবুল সরকার
expand
ফারজানা ওয়াহিদ সায়ান ও বাউল আবুল সরকার

মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের পর সামাজিক ও অনলাইন প্ল্যাটফর্মে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।

দেশের বিভিন্ন জায়গায় বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছে। এবার সেই দাবিকে সুরে গেঁথে প্রকাশ করলেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান।

‘বাউল তোমায় ভয় পেয়েছে তারা’ শিরোনামের গানটি সোমবার (২৪ নভেম্বর) রাতেই সায়ান তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন। পাশাপাশি গানটি তিনি নিজের ফেসবুক ওয়ালেও শেয়ার করেন।

গানটিতে বাউল শিল্পীদের ওপর হিংসা ও অবিচারের প্রতিরোধে প্রতিবাদের সুর ফুটে উঠেছে। গানের কথায় উঠে এসেছে- “বাউল তোমার ঘর পোড়ালো কারা, বাউল তোমায় ভয় কেন পায় তারা?”

গান প্রকাশের সময় সায়ান ক্যাপশনে লিখেছেন, “মহারাজ আবুল সরকারের মুক্তি চাই।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X