

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক আফরোজা তানিয়া শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মেহজাবীনের আইনজীবী তুহিন হাওলাদার।
এর আগে, ১০ নভেম্বর একই আদালত মেহজাবীন ও তার ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
মামলার বাদী আমিরুল ইসলাম রবিবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ওই দিন আসামিরা আদালতে হাজির হননি, এজন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
আদালত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করেছে।
মামলার নথিতে উল্লেখ আছে, আমিরুল ইসলাম দীর্ঘদিন মেহজাবীনের সঙ্গে পরিচিত থাকার সুবাদে তাকে নগদ অর্থ ও বিকাশের মাধ্যমে ২৭ লাখ টাকা দেন, নতুন পারিবারিক ব্যবসার অংশীদার হিসেবে রাখার আশ্বাসে।
কিন্তু মেহজাবীন ও তার ভাই দীর্ঘ সময় ব্যবসা শুরু না করার কারণে আমিরুল টাকা ফেরত চাইলেও অজুহাতে স্থগিত করা হতো।
হুমকির অভিযোগে বলা হয়, ১১ ফেব্রুয়ারি বিকেলে টাকা চাইতে গিয়ে আমিরুলকে ১৬ মার্চ হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে ডাকা হয়। সেখানে মেহজাবীন, তার ভাই এবং আরও কয়েকজন তাকে অকথ্য ভাষায় সতর্ক করে বলেন, “তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবে না। যদি বাসার সামনে দেখা যায়, মেরে ফেলব।”
পরবর্তীতে ভাটারা থানায় অভিযোগ করার পর আদালতে মামলা দায়ের করা হয়। ২৪ মার্চ আমিরুল বাদী হয়ে মামলা দায়ের করেন।
মেহজাবীন চৌধুরী অভিযোগ অস্বীকার করেছেন। তিনি ফেসবুকে লিখেছেন, “আমি এই মামলার সঙ্গে সম্পৃক্ত নই। বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত গুজব।”
তিনি আরও জানান, মামলার বাদীকে চেনেন না, এবং তিনি কেবল তার অভিনয় ও পেশাগত দায়িত্বে মনোনিবেশ করেন।
মন্তব্য করুন
