শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টিকটকারের আয়োজিত পার্টিতে পুলিশের অভিযান, আটক ৫১ জন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জনপ্রিয় টিকটক নির্মাতা সুজান খান
expand
জনপ্রিয় টিকটক নির্মাতা সুজান খান

পাকিস্তানের জনপ্রিয় টিকটক নির্মাতা সুজান খান লাহোরে অনুমতি ছাড়া একটি বিশেষ পার্টির আয়োজন করেছিলেন। এ আয়োজনকে বেআইনি বিবেচনায় নিয়ে সেখানে অভিযান চালায় পুলিশ এবং ঘটনাস্থল থেকে ৫১ জন নারী-পুরুষকে আটক করে। একই সঙ্গে উদ্ধার করা হয় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, গুলবার্গ এলাকায় হ্যালোইন উপলক্ষে এই পার্টির আয়োজন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের ভিত্তিতেই পুলিশ ওই বাড়িতে হানা দেয়।

প্রতিবেদনগুলো বলছে, এ ঘটনা ইনফ্লুয়েন্সারদের মধ্যে গড়ে ওঠা কিছু অসংযত কার্যক্রমের দিকেও দৃষ্টি আকর্ষণ করে, যা কখনো কখনো জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়।

পুলিশ জানায়, অনুষ্ঠানে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম চালানো এবং অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যায়। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয় এবং উপস্থিত সবাইকে আটক করা হয়।

এ ছাড়া কর্তৃপক্ষের দাবি, অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ অনুমতিহীন এবং নিয়মকানুন উপেক্ষা করেই আয়োজন করা হয়েছিল। ফলে এটি বেআইনি সমাবেশের পর্যায়ে পড়ে। বর্তমানে সুজান খানের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার তদন্তও চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন