

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাকিস্তানের জনপ্রিয় মঞ্চ অভিনেত্রী ও নৃত্যশিল্পী মুনিবা শাহকে গুলি করে হত্যা করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে পেশোয়ারের রিং রোডে তাঁর যাতায়াতকালে অজ্ঞাত দুর্বৃত্তরা রিকশা লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মারা যান তিনি।
পেশোয়ার পুলিশ জানিয়েছে, রিকশাটির ওপর একাধিক রাউন্ড গুলি ছোড়া হয়। গুলিতে মুনিবা শাহ নিহত হন এবং রিকশাচালক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
খবর পেয়ে পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে বুলেটের খোলসসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে হামলার পেছনের উদ্দেশ্য স্পষ্ট না হলেও, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তদন্তকারীরা হামলার কারণ উদঘাটনে কাজ শুরু করেছেন। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন
