

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্যক্তিগত জীবনের টানাপোড়েন সামনে আসার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সংবাদমাধ্যম-সবখানেই তাকে ঘিরে চলছে নানা আলোচনা। এ অবস্থায় একের পর এক ফোনকল সামলাতে গিয়ে মানসিকভাবে বেশ চাপ অনুভব করছেন তিনি।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে তাহসান বলেন, তাকে নিয়ে অতিরিক্ত সংবাদ ও ফোনকলের কারণে স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে।
তিনি জানান, এই পরিস্থিতিতে তার একান্তভাবে কিছুটা শান্তি প্রয়োজন। তাহসানের ভাষায়, তিনি এখন শুধু একটু স্বস্তিতে বাঁচতে চান এবং এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন।
এর আগে ব্যক্তিগত সংকট নিয়ে খোলামেলা কথা বলেছিলেন এই শিল্পী। তিনি জানান, স্ত্রী রোজা আহমেদের সঙ্গে আলাদা থাকার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে সময়টা তার জন্য সহজ যাচ্ছে না।
তাহসানের মতে, গত বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগেই তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন। সেই সময় থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও সংগীতচর্চা থেকে অনেকটাই নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি।
বর্তমানে একা ভ্রমণ আর বই পড়ার মধ্য দিয়েই সময় কাটাচ্ছেন তাহসান। তার ভাষায়, ঘোরাঘুরি ও বই-ই এখন তার নীরব সঙ্গী।
মন্তব্য করুন

