শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সত্তরে বাবা হলেন কেলসি গ্রামার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০১:১৩ পিএম
expand
সত্তরে বাবা হলেন কেলসি গ্রামার

নারীদের প্রজনন ক্ষমতার শেষ সীমা সাধারণত ৪৫–৫৫ বছর বয়সে হয়। পুরুষদের ক্ষেত্রে নির্দিষ্ট বয়সসীমা নেই, তবে টেস্টোস্টেরন হরমোনের হ্রাস ৪৫–৫০ বছর বয়সে শুরু হতে পারে। এই সীমাবদ্ধতাকে অবজ্ঞা করে চমক দেখালেন ‘গোল্ডেন গ্লোব’ জয়ী মার্কিন অভিনেতা কেলসি গ্রামার।

কয়েক দিন আগে তার চতুর্থ স্ত্রী কেট ওয়াশ ৪৬ বছর বয়সে একটি পুত্রসন্তান প্রসব করেছেন। সন্তানের নাম রাখা হয়েছে ক্রিস্টোফার। এ নিয়ে কেলসির মোট সন্তান সংখ্যা দাঁড়াল আট।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পিপল জানিয়েছে, পরিবার নতুন সদস্যের আগমনে আনন্দে ভাসছে। কেলসি ও কেটের আগে তিনটি সন্তান রয়েছে—কন্যা ফেইথ (১২), পুত্র গ্যাব্রিয়েল (১০) ও পুত্র জেমস (৮)।

কেলসি গ্রামার সম্প্রতি ‘পড মিটস ওয়ার্ল্ড’ পডকাস্টে জানিয়েছেন, “আমাদের চতুর্থ সন্তান ক্রিস্টোফার পরিবারে যোগ দিয়েছে। এখন মোট আটজন সন্তান রয়েছে।”

১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন কেলসি। তিনি ১৯৮২ সালে ডোরিন অল্ডারম্যানকে প্রথম বিয়ে করেন এবং ১৯৮৩ সালে প্রথম সন্তান স্পেন্সারকে জন্ম দেন। দ্বিতীয় সন্তান গ্রিয়া ১৯৯২ সালে জন্মগ্রহণ করেন। এরপর ১৯৯৭ সালে মডেল-অভিনেত্রী ক্যামিল গ্রামারকে বিয়ে করেন, যাদের দুটো সন্তান—ম্যাসন (২৪) ও জুড (২১)—আছে। ২০১০ সালে এই সংসারও বিচ্ছিন্ন হয়।

কেলসির চতুর্থ স্ত্রী কেট ওয়াশকে তিনি ২০১১ সালে বিয়ে করেন। তাদের সন্তান ক্রিস্টোফারের জন্ম কেলসির জন্য একটি আনন্দের মুহূর্ত। পরিবারে নতুন এই অতিথি যোগ হওয়ায় কেলসি ও কেট উভয়েই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

এছাড়া, কেলসির বড় সন্তানরা—স্পেন্সার ও গ্রিয়া—শোবিজ অঙ্গনে পা রেখেছেন। ম্যাসনও মডেলিং ও ফ্যাশন অঙ্গনে সক্রিয়। কেলসি বারবার জানিয়েছেন, “সন্তানরা আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ।”

সন্তানের বয়স বা ব্যক্তিগত চ্যালেঞ্জ সত্ত্বেও কেলসি গ্রামারের উদাহরণ দেখাচ্ছে, বয়সের সীমাবদ্ধতা বাবা হওয়ার পথ আটকাতে পারে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন