শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তামান্না ভাটিয়াকে নিয়ে আলোচনায় অনন্য মামুন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১০:১৫ এএম
অনন্য মামুন-তামান্না ভাটিয়া
expand
অনন্য মামুন-তামান্না ভাটিয়া

বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন সম্প্রতি এক নতুন চমকের ইঙ্গিত দিয়েছেন, যা ঘিরে ইতোমধ্যে সিনেমাপ্রেমীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বলিউডের নামকরা অভিনেত্রী তামান্না ভাটিয়ার একটি ছবি পোস্ট করেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তামান্নার কালো পোশাক পরা একটি ছবি শেয়ার করেন অনন্য মামুন। ছবির সঙ্গে তিনি লেখেন, এত বড় মাপের তারকা হয়েও তামান্নার মধ্যে কোনো অহংকার নেই— এটাই তার সবচেয়ে বড় গুণ।

পোস্টটিতে মামুন বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের বাস্তব চিত্র নিয়েও কথা বলেন। তিনি লিখেছেন, “আমাদের দেশে নতুন পরিচালকরা বড় শিল্পীদের সঙ্গে যোগাযোগের সুযোগই পান না। কারণ এখনো এখানে ম্যানেজার বা এজেন্সি সিস্টেম গড়ে ওঠেনি।”

তিনি আরও উল্লেখ করেন, ভারতে বিষয়টা পুরোপুরি ভিন্ন। কেউ যদি কোনো প্রজেক্টে বড় তারকাকে নিতে চান, এজেন্সিতে ইমেইল করে প্রস্তাব জানালেই তারা পুরো প্রক্রিয়াটা পেশাদারভাবে সম্পন্ন করে দেয়।

নতুন ছবির ইঙ্গিতও দেন নির্মাতা। তার ভাষায়, প্রজেক্ট প্ল্যান আর গল্পের কাজ শেষ হয়েছে। দর্শক এখন অ্যাকশন ও ভায়োলেন্স ঘরানার কিছু দেখতে চায়— এবার সেদিকেই মনোযোগ দিচ্ছি।”

এই পোস্ট ঘিরে অনলাইনজুড়ে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। অনেকেই অনুমান করছেন, অনন্য মামুনের পরবর্তী সিনেমায় হয়তো দেখা মিলবে দক্ষিণী তারকা তামান্না ভাটিয়ার। অন্যদিকে ঢালিউড তারকা শাকিব খান–এর ভক্তরা মন্তব্যে লিখেছেন, তাদের প্রিয় নায়কের বিপরীতে তামান্নাকে দেখতে চান তারা।

সব মিলিয়ে অনন্য মামুনের এক পোস্টেই এখন নতুন কৌতূহল— সত্যিই কি ঢালিউডের পর্দায় আসছেন তামান্না ভাটিয়া?

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন