

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ছোটপর্দার আলোচিত ও জনপ্রিয় মুখ রুকাইয়া জাহান চমক এবার সামাজিক যোগাযোগমাধ্যমে খাদ্যে বিষক্রিয়া ও কৃষি সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়া চমক ২০২০ সালে অভিনয়ে আসেন। অল্প সময়ের মধ্যেই নিজের অভিনয় দক্ষতায় দর্শকের কাছে পরিচিতি পান তিনি।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় থেকে নানা বিষয়ে মত প্রকাশ করে থাকেন এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩৫ মিনিটে নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমরা শুধু ব্যবসাটাই দেখি, অথচ পুরো দেশটার ভেতরে সব শেষ হয়ে যাচ্ছে, তা কেউ দেখি না।’
তিনি লিখেছেন, ‘কখনো নদী, খাল, বিল আর মাঠে ভরা বাংলার জীবন ছিল প্রকৃতির সঙ্গে একাত্ম। আজ সেই মাটি, পানি, বাতাস প্রতিদিন বিষাক্ত হয়ে উঠছে হাজার হাজার টন কীটনাশকে। ভাবুন তো, অদৃশ্য হয়ে যাচ্ছে মৌমাছি, পাখি, মাছ, আমাদের জীবনের নীরব সহযোদ্ধারা। কৃষকের শরীরে ঢুকছে বিষ, ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য হচ্ছে অরক্ষিত।’
সবশেষ এ অভিনেত্রী লিখেছেন, ‘প্রকৃতিকে ধ্বংস করে আমরা কোথায় দাঁড়াব? এখনই সময় মাটি বাঁচানো, নদী রক্ষা করা, বাতাস শুদ্ধ রাখার। প্রকৃতি বাঁচলে তবেই টিকে থাকবে মানুষ।’
মন্তব্য করুন
