শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রনির সঙ্গে সম্পর্কের প্রশ্নে যা বললেন সাদিয়া আয়মান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০২:৪৯ পিএম আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০২:৫২ পিএম
অভিনেত্রী সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনি
expand
অভিনেত্রী সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনি

বিনোদন দুনিয়ায় কিছুদিন ধরেই অভিনেত্রী সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনির সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এতদিন দুজনের কেউই প্রকাশ্যে কিছু বলেননি।

সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে অবশেষে নিজেই এ বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন সাদিয়া।

দেশের একটি জনপ্রিয় অনলাইন মাধ্যমের আয়োজিত বিনোদনমূলক শোতে অতিথি হিসেবে হাজির হন তিনি।

শোটির নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারীদের একটি জার থেকে প্রশ্ন টেনে নিয়ে সঙ্গে সঙ্গে উত্তর দিতে হয়। সেই প্রশ্নগুলোর একটিতে উঠে আসে— “রেদওয়ান রনির সঙ্গে প্রেমের গুঞ্জন কি সত্য?”

প্রশ্ন শুনে কিছুটা লজ্জিত হাসিতে সাদিয়া বলেন, “যা রটে, তার কিছু না কিছু তো ঘটে!”

উপস্থাপক আবার জানতে চাইলে তিনি হেসে উত্তর দেন, “আমি তো লজ্জা পাচ্ছি—এতেই সব বোঝা যায়। এটা এমন কিছু নয় যে জোরে ঘোষণা দিতে হবে, আবার লুকিয়েও রাখতে হবে না। মানুষ যেমন ভাবছে, ভাবুক।”

অভিনেত্রী আরও যোগ করেন, “ভবিষ্যতের বিষয়টা একমাত্র আল্লাহই জানেন। আমরা চেষ্টা করি ভালো কিছু করার, বাকিটা উনার হাতে।”

যদিও সাদিয়া প্রকাশ্যে কথা বলেছেন, এখন পর্যন্ত নির্মাতা রেদওয়ান রনি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।

উল্লেখ্য, সাদিয়া আয়মান ২০১৯ সালে ইমরাউল রাফাতের পরিচালনায় ‘টু বি ওয়াইফ’ নাটকের মাধ্যমে অভিনয়ে আসেন। পরবর্তীতে শিহাব শাহীন পরিচালিত ‘মায়াশালিক’ (২০২২) নাটকে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী হিসেবে বিসিআরএ পুরস্কার অর্জন করেন। সম্প্রতি গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ (২০২৪) সিনেমার মাধ্যমে তিনি বড় পর্দায় অভিষেক করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন