বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইয়াশ রোহান হিন্দু ধর্মের অনুসারী, তোলপাড়...

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৮:৩৬ পিএম
পূজামণ্ডপে অভিনেতা ইয়াশ রোহান
expand
পূজামণ্ডপে অভিনেতা ইয়াশ রোহান

ইয়াশ রোহান হিন্দু। তাঁর কাছে দুর্গাপুজো বছরের সেরা উৎসব। গতকাল কপালে সিঁদুর তিলক কেটে মা দুর্গার সামনে দাঁড়িয়ে থাকা একটি ছবি পোস্ট করেছিলেন তিনি।

তার নামের কারণে অনেকে তাকে মুসলিম মনে করেন। ইয়াশ রোহানের বাবা নরেজ ভূইয়া এবং শিল্পী সরকার অপু। তারা সনাতন ধর্মের অনুসারী।

বিজয়ার শুভেচ্ছা জানিয়ে পূজামণ্ডপে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন তরুণ অভিনেতা ইয়াশ রোহান।

এরপর থেকেই তিনি ট্রল ও বিরূপ মন্তব্যের শিকার হচ্ছেন। অনেকেই মন্তব্য করেছেন, তারা ভেবেছিলেন ইয়াশ মুসলিম ধর্মাবলম্বী। তবে এক ভক্তের ইতিবাচক মন্তব্য বেশ আলোচনায় এসেছে।

ছবিতে দেখা যায়, ইয়াশ দুর্গামূর্তির সামনে দাঁড়িয়ে আছেন এবং কপালে সিঁদুরের তিলক রয়েছে।

এ দৃশ্য দেখে কেউ লিখেছেন, “তোমার নাটক আর দেখবো না।” আরেকজন মন্তব্য করেন, “ভাবছিলাম মুসলিম, তাই নাটকগুলো দেখতাম। আজ থেকে আর দেখা হবে কি না জানি না।” কেউ সরাসরি লিখেছেন, “তোকে তো মুসলিম ভেবেছিলাম।”

তবে ইয়াশ চুপ করে থাকেননি। স্বভাবসুলভ ভঙ্গিতে ট্রলের জবাব দিয়েছেন তিনি। পাশাপাশি একজন ভক্ত লিখেছেন, “আমি ধর্ম দেখে নাটক দেখি না।

তুমি দারুণ একজন মানুষ, অসাধারণ অভিনয় করো। ধর্ম দিয়ে মানুষকে বিচার করা মানসিক সংকীর্ণতার প্রমাণ।”

এদিকে অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ইয়াশ তার বন্ধু ও সম্মানিত শিল্পী, অথচ কিছু মানুষ অসভ্য মন্তব্য করছে।

তার মতে, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াচর্চার অভাবে জাতি ধীরে ধীরে অসভ্যতায় নিমজ্জিত হচ্ছে। তিনি আরও বলেন, “শক্ত আইন প্রয়োগ ছাড়া এ ধরনের অসভ্যতা থামবে না। দুঃখজনকভাবে কেউই জাতিকে সভ্য করার উদ্যোগ নেয়নি।”

তবে অধিকাংশ নীটিজেনদের মত হল তিনি নাম রেখেন মুসলিম, কিন্তু বাস্তবে হিন্দু ধর্মের অনুসারী। তার নাম পরিবর্তন সময়ের দাবি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন