শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শামীম-সামান্তার নতুন নাটক ‘আগাছা’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ পিএম
expand
শামীম-সামান্তার নতুন নাটক ‘আগাছা’

সমাজ যখন নিজের স্বার্থকেন্দ্রিকতায় ডুবে থাকে, তখন কেউ যদি নিঃস্বার্থভাবে অন্যের জন্য নিজেকে উৎসর্গ করে—তাকে কি এই সমাজ মর্যাদা দেবে, নাকি উপেক্ষা করে “আগাছা”র মতো ফেলে দেবে?

এমনই প্রশ্নকে কেন্দ্র করে নির্মিত হয়েছে প্লাস মিডিয়ার প্রযোজনা ও বর্ণনাথের পরিচালনায় নাটক ‘আগাছা’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনয়শিল্পী শামীম হাসান সরকার এবং সামান্তা পারভেজ।

নাটকের প্রধান চরিত্র মাসুদ—যার ভূমিকায় অভিনয় করেছেন শামীম হাসান। একেবারে সরল, অহংবর্জিত ও আত্মত্যাগী এই মানুষটি নিজের সবটুকু দিয়ে ভালোবাসা ও সম্পর্ককে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। শামীম নিজের স্বাভাবিক অভিনয়ধারা ভেঙে নতুনভাবে দর্শকদের সামনে হাজির হয়েছেন। আবেগঘন ও করুণ পরিবেশে তার এই চরিত্র দর্শকদের গভীরভাবে স্পর্শ করবে। সামান্তা পারভেজও তার অভিনয় দক্ষতায় চরিত্রটিকে সমান শক্তিতে এগিয়ে নিয়েছেন।

মাসুদের জীবনে ভালোবাসার মানুষ আছে, কিন্তু সেই সম্পর্কও তাকে অবমূল্যায়নের শিকার করে। পরিবারের ভাই ও ভাবির কাছে তার কোনো অবস্থান নেই। তবুও মাসুদ অন্যের জন্য নিজের সবকিছু বিলিয়ে দিতে দ্বিধা করে না। ত্যাগ আর অবহেলার এই বিপরীতমুখী বাস্তবতাই নাটকের মূল শক্তি।

“আমাদের আশপাশের অনেক মানুষের গল্পই আসলে এরকম। সমাজের ভেতরের সেই চেনা ব্যথাগুলো নিয়েই নাটকটি তৈরি। অনেক দিন পর এমন একটি গল্পে কাজ করতে পেরে আনন্দিত। আশা করছি দর্শক নাটকটির বার্তা অনুভব করতে পারবেন।”

নাটকটি রচনা করেছেন জায়েদ জুলহাস। বর্ণনাথের দক্ষ পরিচালনায় নির্মিত এই কাজটি ইতোমধ্যেই প্লাস মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

‘আগাছা’ শুধু একটি নাটক নয়, এটি আমাদের সমাজের সেই মানুষদের গল্প, যারা নিজের সুখ-স্বার্থ ভুলে অন্যদের জন্য বাঁচে—কিন্তু বিনিময়ে পায় না কোনো স্বীকৃতি বা সহানুভূতি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন