

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নাট্যনির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে গাজীপুরের শ্রীপুর মডেল থানায় মামলা করেছেন তাছলিমা খাতুন আয়েশা নামের এক অভিনয়শিল্পী।
অভিনেত্রীর অভিযোগ অনুযায়ী, অভিনয়ের প্রলোভন দেখিয়ে গত ২২ সেপ্টেম্বর গভীর রাতে নাসির উদ্দিন আহমেদ মাসুদ ও তাঁর সহযোগী বাবর তাঁকে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ এলাকার রাজ রিসোর্টে নিয়ে যান। সেখানে নাসির ও বাবর মিলে প্রথমে তাঁকে ধর্ষণ করেন। এরপর রিসোর্টের মালিকপক্ষের লোক হিসেবে পরিচিত এক বয়স্ক ব্যক্তি তাঁকে আবারও ধর্ষণ করেন। পরে তাঁকে মারধর করে আইফোন ১৬ প্রো ম্যাক্স ছিনিয়ে নেওয়া হয় এবং রিসোর্ট থেকে বের করে দেওয়া হয়।
তাছলিমা জানান, অসুস্থতার কারণে তাৎক্ষণিক অভিযোগ করতে পারেননি। চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার তিনি থানায় মামলা করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাসির উদ্দিন আহমেদ মাসুদ ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি স্বীকার করেছেন যে আয়েশার সঙ্গে ঘুরতে গিয়েছিলেন, তবে বলেন, “আমরা কয়েকজন মিলে ঘুরতে গিয়েছিলাম এবং পরে তাঁকে তাঁর বাসায় পৌঁছে দিয়েছি। কেন সে এমন অভিযোগ করল, তা আমার জানা নেই। পুরো বিষয়টি অসত্য ও ভিত্তিহীন।”
পরিচালক নাসির উদ্দিন আহমেদ মাসুদ আরও বলেন, ‘অভিযোগ যে কেউ করতে পারে। অভিযোগ করলেই কেউ দোষী হয়ে যায় না। যদি এই মামলা আদালত পর্যন্ত যায়, তবে সেখানেই আইনিভাবে এর মোকাবিলা করব।’
মন্তব্য করুন

